আশার আলো যুব কল্যাণ সংঘ সিলেটে আয়োজিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ২০২৪ ইংরেজি উপলক্ষে USAID অনুদানে পরিচালিত বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমতা প্রজেক্টে আশার আলো যুব কল্যাণ সংঘ, সিলেটে আয়োজিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সারাদেশব্যাপী ৯টি সিবিও সেন্টারের মধ্যে সিলেট আশার আলো যুব কল্যাণ সংঘের সেন্টারটি অন্যতম। ৫বছর মেয়াদী এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত সমাজে হিজড়া ও ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষজনকে তাদের জন্য সংরক্ষিত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি অধিকারসমূহ জানানো। একইসাথে, এই কমিউনিটির মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন করা। হিজড়া এবং ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষেরা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, শিক্ষাদীক্ষা ও দক্ষতানির্ভর প্রশিক্ষণ পেলে যে দেশের মূলধারার জনশক্তি বৃদ্ধিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন, সে ব্যাপারে বক্তারা গুরুত্ব আরোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ স্যার, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট সদর। তিনি সরকারী পর্যায়ে যুবসমাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপারে উপস্থিত সবাইকে ওয়াকিবহাল করেন এবং আশার আলো যুব কল্যাণ সংঘের এসব সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে সাধুবাদ জানান। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দের চেয়ার অলংকৃত করেন সিলেট বার-২ এর মাননীয় প্যানেল ল'ইয়ারবৃন্দ এড. মো. সাইফুল ইসলাম এবং এড. মোখলেছুর রহমান।
সভাটিতে হিজড়া ও ট্রান্সজেন্ডার কমিউনিটির ব্যক্তিবর্গ ছাড়াও আশার আলোর বন্ধু সদস্যবৃন্দ, সিলেট শহরের অন্যান্য ভলান্টিয়ার অর্গেনাইজেশনের কর্মী এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় ডিআইসি ম্যানেজার জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গরা তাদের সমাজে হিজড়া ও ট্রান্সজেন্ডার কমিউনিটির সাথে হওয়া বিদ্যমান সমস্যা ও এর প্রতিকার নিয়ে জানতে চান এবং এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় সামাজিক ও আইনি ব্যবস্থা সম্পর্কে অবগত হন।