জৈন্তাপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) বেলা ১১:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমুলজ সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় প্রস্তুতি সভায় আসন্ন মহান বিজয় দিবসে উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওদিন সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবশেষে থাকছে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ ছাড়াও ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে কহাইগড় শহীদ কবরস্হানে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এ সময় প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান, ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদমময় বিশ্বাস,দারুল হাদিস আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া।
এ ছাড়াও প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম সহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা। আরো উপস্থিত ছিলেন ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা খেলাফত মসলিসের সভাপতি মুজিবুর রহমান,সেক্রেটারি আজমল হক,সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সচিব মাওলানা মুহিব উল্লাহ, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমিতির সভাপতি ক্লেমন চিশিং, ইউপি সদস্য জালাল উদ্দীন, ইউপি সদস্য হারুণ সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্কুর,উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শামসুজ্জামান ।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার,স্বাস্থ্য কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ , মাধ্যমিক একাডেমিক সুপার আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জুলহাস , মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুহুল আমিন, , উপ সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনুর রশিদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান কবির খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, জামায়াতের দরবস্ত ইউনিয়ন শাখার আমির রিয়াজ উদ্দিন, সেক্রেটারি নজরুল ইসলাম, চারিকাঠা জামায়াতের সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারি হেলাল আহমেদ, নিজপাট জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ,ছাত্রদল নেতা সাহিদ আলি, ইয়াসা,উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মারুফ, উপজেলা ইসলামি ছাত্র মজলিসের সেক্রেটারি সালমান আহমেদ, বায়তুল মাল সম্পাদক হাম্মাদ মামনুন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।