https://www.bartomansylhet.com/

5664

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৪ ২১:৪১

আইটি ল্যাব সলিউশন্স এর ১৩ তম বর্ষপূর্তি উদযাপন

আন্তরিক আবহে উদযাপিত হলো স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর ১৩ তম বর্ষপূর্তি দিবস।

২০ নভেম্বর বুধবার সিলেট শহরের ধোপাদিঘীরপারস্থ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের হেড অফিসে এর ১৩ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, প্রযুক্তিবিদ, সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও সমাজকর্মী সহ সমাজের নানা পেশার গুণীজনদের সমাগম হয়েছিল। 

উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচারকবৃন্দ।  অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক মো. কবির খান, মেট্রো পলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, অধ্যাপক ফুয়াদ আহমদ,  ঢাকা দক্ষিণ সরকারি কলেজের প্রভাষক কাজল কান্তি পাল, বিশিষ্ট পরিবেশকর্মী ও সংগঠক আবদুল করিম কিম, ব্যাংক কর্মকর্তা জয়দীপ বিশ্বাস, ব্যবসায়ী সিদ্ধার্থ শংকর তালুকদার, উত্তম কৃষ্ণ মহারত্ন, অভিমন্যু ভট্টাচার্য প্রমুখ। সবাইকে স্বাগত জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট লেখক, সংগঠক ও প্রামাণ্যকার নিরঞ্জন দে।

শুরুতে অতিথিবৃন্দ ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন অনুষ্ঠানের শুভসূচনা করেন। আইটি ল্যাবের পক্ষ থেকে কোম্পানির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও বাংলাদেশেকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই এ লক্ষ্যে সবার সাথে আমরাও নিরলসভাবে কাজ করে চলেছি।

শত প্রতিকুলতা সত্ত্বেও আমরা আমাদের সেবা প্রদানের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হইনি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইটি সেক্টরের সকল পর্যায়ে সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল টেকনোলজি জ্ঞান সম্বলিত দক্ষ জনবল গড়ে তোলা ও প্রাতিষ্ঠানিক কাজকে সহজ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এই মাইল ফলকে উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের ১৩ তম বর্ষপূর্তি একটি গুরুত্বপূর্ণ যা আমাদের অতীতের অর্জনগুলোকে প্রতিফলিত করে এবং ভবিষ্যৎ সম্ভবনাকে জাগিয়ে তোলে। আমরা আমাদের সম্মানিত গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তা কর্মচারীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। সবার আস্থা ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে চলেছি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট শহরের কয়েকটি সফটওয়্যার কোম্পানির প্রতিনিধি দল সহ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বর্তমান ও প্রাক্তন প্রতিনিধিরা।
 
দিন ব্যাপী অনুষ্ঠিত অভ্যন্তরীণ খেলাধুলার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।