গোয়াইনঘাটে টিসিবি’র চাউল বিক্রি প্রসঙ্গে প্রকাশিত সংবাদের ভিন্নমত
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে টিসিবি’র পণ্য বিক্রির অভিযোগ সংক্রান্ত বিভিন্ন অনলাইন গনমাধ্যম প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেসার্স হেলাল এন্ড ব্রাদার্স এর সত্বাধীকারী হেলাল উদ্দিন ও মেসার্স হাজী আবুল কাশেম টেডার্স এর সত্বাধীকারী মাহবুব আলম। গনমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন গতকাল পূর্ব জাফলংয়ে টিসিবি’র চাউল সংক্রান্ত নিউজ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সঠিক নয়। আমরা ডিলাররা ট্যাগ অফিসারের মাধ্যমে গত ১৭ নভেম্বর ইউনিয়ন পরিষদে ১৩৯৭ জন সুবিধা ভোগীদের মধ্যে বিতরণ করা হয়। বিতরন কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ট্যাগ অফিসার গোয়াইনঘাট উপজেলার কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মিনহাজ হোসেন কামরান উপস্থিত ছিলেন এতে প্রতি সুবিধা ভোগীকে ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৫ কেজি চাউল মোট ৪৭০ টাকা দরে বিক্রি /বিতরণ করা হয়। কিন্তু এতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আলাদা ভাবে কোন চাউল বিতরন করা হয়নি। কোন ব্যক্তি বা সুবিধাভোগী যদি আমাদের নিকট থেকে ক্রয় করে তেল ও ডাল রেখে চাউল অন্য কোথাও বিক্রি করে দেয় তাহলে সে বিষয়টি আমাদের উপর বার্তায় না এবং আমরা কাহারও বাড়ি পর্যন্ত চেকিং করতে পারিনা। আমরা ট্রেডিং কর্পোরেশনের
নিয়ম অনুযায়ী সকল কার্ড ধারী ব্যাক্তিকে স্বহস্তে মালামাল প্রদান করেছি। এতে দোকানদার কোথা থেকে কিনলো কার কাছ থেকে কিনলো বিষয়টি সে বলতে পারবে। এ ব্যাপারে আমাদের কোন কিছু জানা নেই বা আমাদের সম্পৃক্ততা নেই।তবে ভবিষ্যতে মালামাল বিতরণে আমরা আরও সতর্ক অবস্থানে থাকব যাতে কেউ মিস ইউজ করতে না পারে এবং সকল প্রভাব মুক্ত হয়ে কাজ করব এবং বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণে অন্তভর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রেডিং অঙ্গন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।