https://www.bartomansylhet.com/

5647

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি- ২০১৯ এর বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাবে সবকিছুর মতোই ধাক্কা লাগে শিক্ষা ক্ষেত্রেও। কিন্তু শাল্লা উপজেলার একদল উদ্যোমী শিক্ষক ২০২০ সালে প্রাথমিক শিক্ষার মান সমুন্নত রাখতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা
মূলক শিক্ষা ব্যবস্থা ধরে রাখতে গড়ে তুলেন ‘শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন’ নামে সংগঠন এবং গত ২০২১ সাল থেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শুরু করেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন। আর চলে এপর্যন্ত। অন্যান্য বছরের ন্যায় এবছরও শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

শনিবার ১৬নভেম্বর বেলা ১১টায় উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নির্ধারিত সময়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জ জেলার ইটনা, নেত্রকোনো জেলার খালিয়াজুরী এবং সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেনের ৪শ’ ১৫জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় উপস্থিত থাকেন ৪শ’ ২জন শিক্ষার্থী।

অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার উত্তরপত্র যাচাই ক্রমে ওইদিন বিকাল ৩টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধা তালিকায় ১০জন এবং সাধারণ মেধা তালিকায়
১৫জন শিক্ষার্থীকে বৃত্তির সনদ, সম্মাননা ক্র্যাষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি প্রধান শিক্ষক সূর্য্যলাল দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক চম্পা তালুকদারের পরিচালনায় ফলাফল ঘোষনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান এবং শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ
দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন ও সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন।

এব্যাপারে শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি প্রধান শিক্ষক সূর্য্যলাল দাস জানান, বিগত ১৯-২০ এর করোনা প্রাদুর্ভাবে শিক্ষাক্ষেত্রে
বিরাট ধাক্কা পড়ে। যতসামান্য মূল্যায়নে শিক্ষার্থীদের মেধা উন্মোচিত না হওয়ায় এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিগোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা
ধরে রাখতেই আমাদের এ প্রচেষ্টা। তিনি আরো বলেন, সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগিতা পেলে আমরা আগামিতেও এপ্রচেষ্টা ধরে রাখার সর্বত্মক
চেষ্টা করবো।