https://www.bartomansylhet.com/

5572

surplus

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৪ ১৯:৫২

নিভে জীবন বাতি- মিজানুর রহমান মিজান

নিভে জীবন বাতি
লেখক: মিজানুর রহমান মিজান

যাচেছ নিভে জীবন বাতি
হিসেব মিলাতে দিবস হয় রাতি।।
শিশুকালে দিনমান গেল বেহিসাবে
যৌবন গেল রঙ্গে ঢঙ্গে সামনে চলবে
আলস্য আর হেলায় পড়ল যতি।।
পথিক হল কতজনা
সময়ে নাই একজনা
ধরে নাতো কেহ এসে ছাতি।।
সঙ্গের সাথি সাদা বসন
পরের হাতে পরবে যখন
অনন্তকাল আঁধারে বসতি।।
রুপ যৌবনের করলে বড়াই
পরের ধনে পোদ্দারী রাখলে জমাই
যার লাগি করলে চুরি দেবে না একরত্তি।