কবিতা: নহে কষ্টিপাথর কবি- মিজানুর রহমান মিজান
নহে কষ্টিপাথর
কবি- মিজানুর রহমান মিজান
দু:খ চির সাথী
এসে একবার যদি
করিত আদর।।
সত্য সুন্দর ও সঠিক
কষ্ট যেত সেরে ঠিক
করলে সমাদর।।
থাকি তার পথ চেয়ে
সকাল দুপুর সাঁঝ বেয়ে
কাটে না প্রহর।।
আলো জ্বালা দিনের আভায়
রাত চলে তার স্বমহিমায়
আমিই নিরস নিথর।।
আর কত থাকবো বসে
সে বিনা উদাস বেশে
লোকলজ্জায় হয়ে কাতর।।
কতজনে কত কথা কয়
বদনাম সদা পিছু রয়
বাক্য জুটে না হই পাথর।।
আদর ছোয়াঁর কাঙাল আমি
ভাবিনিতো যোগ্যতায় বেশিকমি
সাধ্যের কষ্টিপাথর।।