বালাগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
বালাগঞ্জ প্রতিনিধি: ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাশিদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার এলাকা। ‘অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ সাংস্কৃতি জাগরে জাগ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি বোয়ালজুড়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪অক্টোবর বৃষ্টিময় দিনে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত কয়েক সহসাধিক মানুষের উপস্থিতি অনুষ্টানস্থলে মুগ্ধতা ছড়ায়। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি কারী আখতারুল ইসলাম। সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেটের সবুজকুঁড়ী শিল্পী গোষ্ঠীর কেরাত পরিচালক ক্বারী মারুফ আহমদ ও জকিগঞ্জের হাফিজ ক্বারী মাহবুব আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল লতিফ জামালী, হযরত শাহ জালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী। ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন কলরবের সংঙ্গীত পরিচালক আহমদ আব্দুল্লাহ, নাশিদ শিল্পী মাহমুদ আব্দুল কাদির, ফয়েজ আহমদ শাহরুখ, আবুল আহসান মো. ইয়াসিন, মারজান তালহা, মো. জাহিদ রাহি ও সবুজকুঁড়ীর হুসাইন আহমদ শাহান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য মুজিবুর রহমান সারওয়ার, শাহ শুয়াইব আলী, ময়নুল ইসলাম রিপন, ছায়েম ইবনে খয়ের, হাফিজ রিয়াদ আহমদ, জহিরুল ইসলাম আহসান, শরিপ আহমদ, হাফিজ মাসুম বিল্লাহ, আলমান মিয়া, সুমন মিয়া, তাজুল ইসলাম, জাকের মিয়া, রাহিম আহমদ, তানভির আহমদ, জাবের মিয়া, মুরাদ আহমদ, নোমান আহমদ ও হাবিবুর রহমান প্রমূখ।