বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে অসহায় শিশুদের সুন্নতে খতনা সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন কোনারাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা দেয়া হয়েছে।
শনিবার সকাল ১০টার সময় কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সুন্নতে খতনার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে ফাউন্ডেশনের সভাপতি মোঃ জমির আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক আলমের সঞ্চালনায়, বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব তুলামিয়া, ইউপি সদস্য জালাল মিয়া ,ফাউন্ডেশনের সহ-সভাপতি জাহেদুল হক,
সমাজসেবী আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম, শিক্ষক আকবর আলী, ফেরদৌস আহমদ, আব্দুল ছালাম, প্রবাসী নুরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হেলাল মিয়া, আকিকুর রহমান,আব্দুল কাইয়ুম, আজাদ মিয়া,সাবুল মিয়া, আনোয়ার হোসেন, রকিবুল ইসলাম, আব্দুল মোক্তাদির, কালাম আহমদ মাসুম প্রমূখ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী সুন্নতে খৎনায় এলাকার বিভিন্ন গ্রাম থেকে অসহায় দুস্থ পরিবারের অংশ গ্রহনকারী শিশুদের অভিজ্ঞ দু'জন ডাক্তার দ্বারা বিনামুল্যে খৎনা দেওয়ার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন হাফিজ এরশাদ আহমদ।