জৈন্তাপুরে জাতীয় ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ গত ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও সম্মিলিত ইলামা মাশায়েখ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে শান্তি প্রতিষ্টায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ সামছুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি দেলওয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূইয়া, চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, ইসলামী শ্বাষনতন্ত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, বিএনপি নেতা আব্দুস শুকুর, মাওলানা আব্দুল খালিক, ইউপি সদস্য জালাল উদ্দিন, ইসলামীক ফাউন্ডেশনের প্রতিনিধি মুক্তার আহমদ, খেলাফত মজলিস নেতা মুজিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় মহাসচিব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন বিশ্ব মানবতার আলোর দিশারী মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবন ও কর্ম আমাদের প্রাত্যহিক জীবন সহ সকল কাজে অনুপ্রানিত করে। আলেম সমাজ নবীগণের ওয়ারিশ হওয়া সত্বেও এখনো আমাদের সমাজে বিশেষ করে মসজিদের ইমামগণ অত্যন্ত অবহেলিত। বিগত ১৫বছর এদেশের উলামা মাশায়েখরা চরমভাবে নির্যাতন ও নীপিড়নের শিকার হতে হয়েছে। ঐক্যবদ্ধভাবে জাতীয় ইমাম সমিতিকে আরো শক্তিশালী করতে তিনি উলামা মাশায়েখগণের প্রতি আহবান জানান।