https://www.bartomansylhet.com/

5464

sylhet

প্রকাশিত

০৫ অক্টোবর ২০২৪ ১৭:১২

দোয়ারাবাজারে চার আওয়ামীগ লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৪ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর)  রাতে ও দুপুরে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে আটক করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাহিদুল হক।


গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর , শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আজকির মিয়ার পুত্র গোলাপ মিয়া। প্রসঙ্গত, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।