ওসমানীনগর বিএনপি নেতা বহিস্কার পদ স্থগিত দুইজনের বাতিল সাদিপুর ইউনিয়ন বিএনপির কমিটি
ওসমানীনগর প্রতিনিধি:: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকায় জাতীয়তাবাদী দল বিএনপির ওসমানীনগর উপজেলা শাখার একজনকে বহিস্কার ও দুই নেতার পদ স্থগিত করা হয়ছে।
বুধবার সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আছগর ফয়েজকে সাময়িক বহিস্কার করা হয়। একই পত্রে উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন ও শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে ৭ দিনের মধ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ স্বাক্ষরিত এক পত্রে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, বিএনপি সুশৃঙ্খল দল। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।