একজন রাজাকার আজীবন রাজাকার - এ এইচ এম খায়রুল ইসলাম
একজন দেশ প্রেমিক চিরদিন দেশ প্রেমিক নাও থাকতে পারে! পথভ্রষ্ট হতে পারে, সে পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে বিবেকের কাছে, কিন্তু একজন রাজাকার আজীবন রাজাকার। সে শিক্ষা দিক্ষায়, জ্ঞানে গরিমায়, ধনে জনে, সুনামে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে, গিয়েও সে তার আদর্শ থেকে বিন্দুমাত্র সরে আসবেনা, সে দেশ, মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের আদর্শকে আজীবন ঘৃনা করে যাবে, যে কোনো সুযোগে সে প্রথম আক্রমন করবে দেশকে। সে কখনোই তার সাপের স্বভাব ভুলে যাবেনা।
জগৎ দুইভাগ মানুষের, এক ভাগের আদর্শ বদলাতে পারে অবাক হবার কারন নেই।
অন্য ভাগের আদর্শের কোনো হেরফের নেই, দেশের দুর্ভাগ্য যে সেই অংশই এখন বিশাল বাহিনী হয়ে গেছে তার বুকের উপর ইতিহাসে এমন হাজারো নজির আছে যেখানে দেখা যায় সুফি-সাদেক সেজে রাজ্যের সেবা করে যাওয়া অন্যতম উজির আর প্রধানরা তাদের সময় মতন তাদের নিজের আসল রুপ সামনে নিয়ে আসে আর এতে করে বহুরাজ্য বহুদেশকে বিপদে ফেলে দেয় তারপরেও ওরা শেষ হাসি হাসতে পারে নাই বরং দেখা যায় তাদের মাথা তাদের শরিল থেকে আলাদা হয়ে পড়ে আছে।
দেশ বিরোধী অপশক্তিরা অনেক ভাবেই চেষ্টা করবে তার মধ্যে অন্যতম হলো ভালো লেবাস পরে তোমাকে ফাসানোর চেষ্টা আর মিথ্যাকে চতুরদিকে ছড়িয়ে দিয়ে গুজব প্রচার করে তোমার আমার মধো ঝামেলা বাদিয়ে দেয়া, তাই নিজেদেরকে শক্ত রাখতে হবে এবং একে অপরের সাথে যোগাযোগ রেখে একসাথে তাদেরকে প্রতিহত করতে হবে।