ব্রাজিলে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন (রোববার) ব্রাজিলের সাউ পাওলো শহরের অভিজাত হোটেলের হল রুমে কেক কাটার মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাজিল আওয়ামী লীগের সভাপতি মো লিটন আহমদ, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন মাহবুব সারওয়ার ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেতু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুর ইসলাম
ব্রাজিল আওয়ামী লীগ নেতা মোঃ জাবেদ,
মোঃ আমিন পলাশ, কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ব্রাজিলে অবস্থানরত প্রবাসী বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আওয়ামী লীগের যদি আর কোনো অর্জন না–ও থাকে, শুধু এই একটা অর্জনের কারণে বাঙালি জাতির ইতিহাসে দলটির স্থায়ী অবস্থান থাকবে।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার মাত্র সাড়ে তিন বছর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্বাসন ও পুনর্গঠনের সময় পেয়েছিল। এই সাড়ে তিন বছরে আমাদের সমাজ, রাজনীতি, প্রশাসন, রাষ্ট্রব্যবস্থার এমন কোনো স্থান নেই, যেখানে প্রতিষ্ঠানকাঠামো রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি।