https://www.bartomansylhet.com/

5128

entertainment

প্রকাশিত

২০ জুন ২০২৪ ১৩:৫০

কবিতা- স্রষ্টার ভাবনায়

স্রষ্টার ভাবনায়
কবি- মিজানুর রহমান মিজান

নিয়মনীতি মুখের ভাষায়
ছলনা চোখের পাতায়
সামনে আপন পিছনে অন্যের গুণগায়।।
নিজের বেলা সুখ চেয়ে
অন্যের ক্ষেত্রে চুপটি রয়ে
স্বার্থসিদ্ধি মন মাঝে ছলা কলায়।।
অন্ধ ছোবলে সমাজে বিষ ছড়ায়
ফুল বাগানে নীতি কথার খৈ ফুটায়
মন বনে নিত্য পশুত্ব ছড়ায়।।
ভাল মন্দ না ভেবে মন্দ তানে অন্ধ
হরেক রকম মেলা বসায় করে শুধু দ্বন্ধ
শোকেতে হয়ে পাথর আকাশ পানে চায়।।
সত্য থেকে নিরব পথে লক্ষ্য নিয়ে বুকে
ধরে যাব সত্য পথ স্বপ্ন ছবি এঁকে
অস্থায়ীত্বের এ জগতে থাকব স্রষ্টার ভাবনায়।।