সুপার এইটে বাংলাদেশ
নেপালের প্রয়োজন ১২ বলে ২২ রান। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। মেডেনসহ শিকার করে উইকেট। শেষ ওভারে নেপালের দুই ব্যাটারকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটার ব্যর্থতা ঢেকে যায় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এক আসরে ৩ ম্যাচ জয় পেল টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রান করে বাংলঅদেশ।
এর আগে এত কম রান করে কখনোই জেতা হয়নি টাইগারদের। ১৯.২ ওভারে ৮৫ রানে অল আউট হয় নেপাল।
সেন্ট ভিনসেন্টে ব্যাট করা সহজ নয়। নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এ ম্যাচে জিতলে হলে বিশেষ কিছু করতে হতে টাইগার বোলারদের।
সেটাই করলেন তানজিম হাসান সাকিব। তিন বলের ব্যবধানে শিকার করেন দুই উইকেট। প্রথমে তার ফুলটস মিস করে বোল্ড হন নেপালের ওপেনার কুশল। এক বল পর তুলে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অনিল শাহ। জোড়া উইকেটের সঙ্গে মেডেন নেন তানজিম।