সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ
নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেটে দল। টিম প্রিঙ্গল বোল্ড তাসকিন আহমেদের বলে। ২০তম ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৩৩ রান। তাসকিন আহমেদ দিলেন ৭ রান। ২৫ রানের জয়ে সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই দুই ম্যাচের দিকে আলাদা করে নজর ছিল বাংলাদেশ দলের। সেটির প্রথমটি এই নেদারল্যান্ডসের সঙ্গে। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ফর্মটা খুঁজে পেলেন সাকিব। রান তাড়ায় মাঝে বেশ ভালো অবস্থানে ছিল নেদারল্যান্ডস। ফেবারিটই ছিল তারা। প্রথম ২ ওভারে ১৯ রান দেওয়া রিশাদকে এরপর তৃতীয় ওভারে আনেন নাজমুল। তাতে জোড়া আঘাতে কার্যত ম্যাচ ঘুরিয়ে দেন রিশাদ। এরপর বাংলাদেশ পেসারদের সামলাতে পারেননি ডাচ ব্যাটিংয়ের টেল-এন্ডাররা।
৩ ম্যাচে ২ জয় বাংলাদেশের। আগামী ১৭ জুন সকালে নেপালকে হারালে নিশ্চিত হবে সুপার এইট। সে ম্যাচে হারলেও থাকবে সম্ভাবনা।