https://www.bartomansylhet.com/

5072

entertainment

প্রকাশিত

১১ জুন ২০২৪ ১২:২৭

কবিতা- পরিবর্তনের বিপ্লবে

পরিবর্তনের বিপ্লবে
মিজানুর রহমান মিজান

সুস্থতা, প্রশান্তি, সুখ-সাফল্য, কর্জমুক্ত প্রাচুর্য জীবন
মানব জীবনে চাওয়া-পাওয়ার মৌলিক অধিকার বর্তায়
তবে, পেতে অর্জিতে শ্রম, মায়া-মরিচিকা-
বাঁধা ও ত্যাগের প্রয়োজন সিড়ি
মানবীয় সঠিক দৃষ্টিভঙ্গি প্রকৃতির ছন্দে উম্মোচিত স্বর্ণদোয়ার।
যুক্তিসঙ্গত কল্যাণকর মনের পর্দা বা ছবিতে অঙ্কিত কল্পনা
দৃঢ বিশ্বাস ও অনুভবে রাখা, যা হতে চাই-পেতে চাই
সুনির্দিষ্ট জীবন ছবি মনছবিতে সফলতা স্বপ্ন নয় নিকটে, অনতিদুরে এগিয়ে চল। চলাই জীবন
ভবিষ্যতের বাস্তবতা ও ব্যর্থতা নয় দুর্বলতা
কঠিন বিশ্বাস ও কর্মে, চরম-পরম বাস্তবতা।
পরিবর্তনের ক্রমাগত স্বপ্ন জীবন বদলের প্রেরণা
কারন জীবন গতিশীল, স্থিতির নয়
সঠিক বিশ্বাস, দৃঢতা সাফল্যের ভ্রুণ।
ভাল কথা, কল্পনা গাছের শিকড়ের মতো প্রোথিত মাটিতে
শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী।চেতনার স্তরে ইতিবাচক 
তথ্য সম্ভাবনায় রুপান্তরিত
স্থির নিয়তই মানুষের নিয়তি কল্যাণকর পরিবর্তনের