এমসি ও সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভোটার নিবন্ধনের সময়সীমা বেড়েছে
সিলেট এমসি অ্যান্ড গভ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক. আনন্দের সাথে ঘোষণা করছে যে ভোটার নিবন্ধনের সময়সীমা ২৫ এপ্রিল থেকে পরিবর্তন করে আগামী ১৪ মে ২০২৩ ইং পর্যন্ত করা হয়েছে।অর্থাৎ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
ভোটারদের সুবিধার জন্য সময়সীমার শেষ দিন অর্থাৎ ১৪ মে বিকেল ২টা থেকে ৬টা পর্যন্ত 7021 31st Ave , East Elmhurst, NY. 11370 ঠিকানায় উপস্হিত হয়ে আগ্রহীদের নিবন্ধিত হওয়ার জন্যও অনুরোধ করা যাচ্ছে।
আরও তথ্যের জন্য সরাসরি
সফিক উদ্দীন চৌধুরী,সভাপতি
(ফোন 646- 238-4885),
মোঃ রেজাউল করিম রেজু,
সেক্রেটারী, (ফোন (646-732-1226) বা
প মামুনুর রশিদ শিপু,প্রচার সম্পাদক(ফোন 718-413-0383) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।