পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে নিউইয়র্কে নাগরিক শোকসভা ২৯ এপ্রিল
সদ্য প্রয়াত জননেতা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে নিউইয়র্কে নাগরিক শোকসভা অনুষ্টিত হবে ২৯ এপ্রিল শনিবার। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিকেল সাড়ে পাঁচটায় শোক ও স্মরণ সভা শুরু হবে। নাগরিক সমাজের আহ্বানে এ শোক ও স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য প্রগতিশীল মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য ২৩ এপ্রিল রোববার দিবাগত রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ষাটের দশকে যেসব তরুণ নেতা পাকিস্তানি শাসকদের জেল-জুলুম উপেক্ষা করে বাম রাজনীতির দীপশিখা প্রজ্বালন করেছেন, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন তাঁদের অন্যতম। প্রথমে ছাত্র ইউনিয়ন এবং পরে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা হিসেবে এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন’–এর যৌথ বাহিনী গড়ে তোলায়ও তাঁর নেতৃস্থানীয় ভূমিকা ছিল। স্বাধীনতার পর পঙ্কজ ভট্টাচার্য ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনসায়াহ্নে এসে বহুধাবিভক্ত ন্যাপের ঐক্য গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ঐক্য ন্যাপ।
যেখানেই অন্যায়-অত্যাচার দেখেছেন, সাম্প্রদায়িক ভেদনীতি দেখেছেন, পঙ্কজ ভট্টাচার্য ছুটে গেছেন, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিয়ে প্রতিকারের চেষ্টা করেছেন। পঙ্কজ ভট্টাচার্য মোট চারবার জেল খেটেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ১৯৬৭ সালে আনা হয়েছিল ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র মামলা’র অভিযোগ। দেশ স্বাধীন হওয়ার পর বিধ্বস্ত দেশের পুনর্গঠনেও তাঁর ভূমিকা উল্লেখ করার মতো।