পেটারসনে ঈদ উদযাপন
রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ। একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের দিন খোলা মাঠে ঈদের নামাজ আদায় প্রবাসে বাংলাদেশের ঈদের আমেজকে অনেকটা মনে করিয়ে দেয়। প্রায় ১৫ হাজার বাংলাদেশীর বসবাস নিউজার্সীর প্যাসাইক কাউন্টিতে চারটি ভিন্ন খোলা মাঠে চারটি বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জালালাবাদ জামে মসজিদে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার দিবসটি অত্যন্ত সুন্দর থাকায় প্রতিটি জামাতে অসংখ্য মুসল্লিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। পেটারসন সিটি মেয়র আনদ্রে সায়াগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্কুল কলেজে শুক্রবার সরকারী ছুটি ঘোষনা করেন এবং প্রতিটি মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও সিটি অব পেটারসনের কাউন্সিল প্রেসিডেন্ট কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন, কাউন্সিলম্যান আব্দেল আজিজ সিটির প্রতিটি স্থানে নিরাপদভাবে ঈদের জামাত অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
মসজিদ আল ফেরদৌস এর ঈদের জামাত অনুষ্ঠিত হয় আলবিন এ্যভিনিস্থ চার্চ পার্কিং লটে। এতে ইমামতি করেন হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস মন্জলালী। প্রায় ২/৩ হাজার মুসল্লি এই বিশাল ঈদের জামাতে নামাজ আদায় করেন। ডাউন টাউন জালালাবাদ জামে মসজিদে বিশাল জামাতে ইমামতি করে মুফতি হাফেজ আব্দুল মুনতাকিন। মসজিদ আবু বক্করের আয়োজনে খোলা মাঠে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মোঃ শরিফ উদ্দিন। মসজিদ এ আদমের আয়োজনে খোলা মাঠের বিশাল জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান। দারুল উলুম নিউজার্সীর ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি সিব্বির রাজ্জাক। নিউজার্সীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ পবিত্র ঈদে মুসল্লিদের শুভেচ্ছা জানান। সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সাকু, সাধারন সম্পাদক আলমগীর খান, জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সীর সভাপতি হোসেন পাঠান বাচ্চু, সাধারন সম্পাদক আনোয়ার চৌধুরী পারেক, নিউজার্সী আওয়ামী লিগের সভাপতি আজমল আলি, সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে, বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলি, সাধারন সম্পাদক হোসেন পাঠান বাচ্চু, সুনামগঞ্জ সমিতির রেজাউল করিম চৌধুরী, মেীলভীবাজার ডিষ্ট্রিক্ট সমিতির সভাপতি মহসিন আলি, মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটির সভাপতি রাজা মিয়া, ভাদেশ্বর সোসাইটির সাধারন সম্পাদক মন্জুর মুর্শেদ মন্জু সহ আরোও অনেকে শুভেচ্ছা বিনিময় করেন।