https://www.bartomansylhet.com/

3993

law-justice

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৩ ০৪:০১

আপডেট

২১ মে ২০২৩ ১১:১২

সেলিনা শেলীর সমর্থনে কানাডা পিডিআই

Salina Shellyফেসবুকে দেওয়া হাস্যরসাত্মক পোষ্টকে কেন্দ্র করে কবি, লেখক, এবং চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সেলিনা শেলী-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং তাকে তার চাকুরী থেকে সাময়িক বরখাস্তের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এক বিবৃতি দিয়েছে। উক্ত বিবৃতিতে পিডিআই-এর যুগ্ম আহবায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে অবিলম্বে সেলিনা শেলীকে তার কর্মস্থলে স্বপদে পুর্নবহাল এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিলের জোর দাবী জানিয়েছেন।


তারা আরো বলেন, দেশে নানাবিধ কালাকানুনের অপপ্রয়োগের কারণে এবং এতদ্সংক্রান্ত নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষের মুক্তচিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতাহরণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সংবিধানের মৌলিক অধিকার এবং জাতিসংঘের মানবিধকার পরিপন্থী। প্রবাসী বাঙালীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, শাসকগোষ্ঠী গণতান্ত্রিক রীতিনীতি পদদলিত করে ক্রমাগতভাবে উপনিবেশিক আমলে তৈরী এবং স্বাধীনতা উত্তরকালে তৈরী বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রয়োগের মাধ্যমে শাসকবিরোধী সাধারণ মানুষের নায্য আন্দোলন দমন করছে, যা প্রকারান্তরে দেশের মৌলবাদী শক্তিকে উৎসাহিত করছে এবং স্বাধীন মতপ্রকাশ ও চিন্তা-চেতনার বিকাশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। একটি স্বাধীন জাতির বিকাশের জন্য অবিলম্বে এই সকল কালাকানুন বাতিল করা জরুরী প্রয়োজন।