আটলান্টিক সিটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ঈদ আনন্দে শরীক হন, এছাড়া অনুকুল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা।
মসজিদ আল হেরায় ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির মুসলমানরাও অংশ নেন৷ ঈদের নামাজে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত।
ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের বক্তব্যের পর ঈদের জামাত শুরু হয়, ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ আসিফ আল আজাদ। মসজিদ আল তাকওয়ার উদ্যোগে ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে। সকাল সাড়ে আটটায় এখানে ঈদের নামাজ শুরু হয়। ঈদের নামাজে ইমামতি করেন শেখ কামাল।
এছাড়া মসজিদ মোহাম্মদ সহ অন্যান্য মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।