https://www.bartomansylhet.com/

3981

law-justice

প্রকাশিত

২০ এপ্রিল ২০২৩ ০৩:২৪

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

কিসিমির তাকওয়া মসজিদে অফিসিয়ালদের সাথে ইফতার

20230413_190646২০ রমজানে কিসিমির তাকওয়া মসজিদে স্থানীয় অফিসিয়াল দের সৌজন্য এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটা পনের মিনিটেই শহরেরে নানা পেশার স্থানীয় অফিসিয়ালরা তাকওয়া মসজিদে আসতে শুরু করেন। কিসিমির তাকওয়া মসজিদের ইমাম মওলানা পাটেলের আমন্ত্রণে তারা আসেন। তাদের স্বাগত জানান মসজিদের ভলান্টিয়ার জুয়েল সাদত।

 

ইফতারের পুর্বে মওলানা পাটেল সকল স্থানীয় অফিসিয়ালদের রমজানের গুরুত্ব নিয়ে ছোট বক্তব্যে রাখেন। ইফতারের পর স্থানীয় অফিসিয়াল ও রাজনীতিবিদের মসজিদের ভিতরে আহবান জানান, সেখানে মওলানা পাটেল সকলকে পরিচয় করিয়ে দেন।

সেখানে ছোট করে আলোচনা করেন কংগ্রেসম্যান ডেরেন সোটো, কাউন্টি কমিশনার শেরিল গ্রীব, কমিশনার জেনেট, ওসিওয়ালা চীফ শেরিফ লোপেজ, সিটি অব কিসিমির পুলিশের চীফ ওডেল। উপস্থিত ছিলেন কাউন্টি কমিশনার পেগী চৌধুরী, চেম্বার প্রতিনিধি, রেডক্রস প্রতিনিধি, কেপিডি স্পেশাল ডিপার্টমেন্ট এর ১৬ জন, ভেটারান সহ ৩০ জন উপস্থিত ছিলেন। কংগ্রেসম্যান ডেরেন সোটো বলেন, আমাদের শহরের মুসলিম কমিউনিটি এই শহর বিনির্মানে ভুমিকা রাখছেন। চীফ শেরিফ লোপেজ বলেন, আপনারা আপনাদের সন্তানদের সোস্যাল মিডিয়া থেকে দুরে রাখুন। কাউন্টি কমিশনার শেরিল ও পেগী চৌধুরী ওসিওয়ালা মুসলিম কমিউনিটিকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। স্থানীয় সকল ডিপার্টমেন্ট এর অফিসিয়ালরা মুসল্লীদের সাথে দুঘন্টা সময় অতিবাহিত করেন।

তাদের জন্য মসজিদ তাকওয়া বিশেষ খাবারের ব্যাবস্থা করেন।