নিউইয়র্কে চাঁদরাত
ঈদের চাঁদ দেখার আগেই নিউইয়র্কে শুরু হয়েছে চাঁদ রাতের আয়োজন। গত কয়েক বছর থেকে কোলাহলের এ নগরীতে চাঁদরাতের অনুষ্ঠান একটি বড় জায়গা করে নিয়েছে। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট নামে নামকরণ করা হয়েছে সম্প্রতি। বুধবার দিবাগত রাত সন্ধ্যার পরই এ সড়কে চাঁদ রাতের উপচে পড়া ভিড়।
বাংলাদেশী দোকানগুলোতে বাজছে দেশের গান। লোকজন ছুটে এসেছেন নগরপ্রপান্তের নানা এলাকা থেকে। কেউ মেহেদীর পসরা নিয়ে বসেছেন। কেউ সেরে নিচ্ছেন শেষ মুহুর্তের কেনাকাটা। নিউইয়র্কের ব্যস্ত জীবনে এবারের ঈদ আসছে সপ্তাহান্তে। চমৎকার আবহাওয়া এখন। শীত কমে এসেছে। প্রকৃতিতে উষ্ণতার আগমনী।
এরমধ্যেই দেশজ পোশাকে ঈদের আনন্দে যেন মেতে উঠেছেন নিউইয়র্ক প্রবাসীরা। একে অন্যকে জানাচ্ছনে আগাম ঈদ মোবারক। কেউ কেউ ফাঁকে জেনে নিচ্ছেন, দেশে থাকা স্বজনের খবর। সবাই বলছেন, দেশে বিদেশে ঈদ হোক আনন্দের, ঈদ হোক সম্প্রীতি ও সৌহার্দের ।