প্রথম আলো উত্তর আমেরিকার ৭ম বর্ষে পদার্পণ এবং ইফতার অনুষ্ঠান
প্রাণবন্ত আয়োজনে প্রথম আলো উত্তর আমেরিকার ৭ম বর্ষে পদার্পন এবং ইফতার অনুষ্টিত হয়েছে। সদ্য প্রয়াত কবি আব্দুস শহীদ স্মরণে অনুষ্ঠানটি ভাবগম্ভীর হয়ে উঠেছিল। প্রথম আলো উত্তর আমেরিকা সংশ্লিষ্ট লেখক, সাংবাদিক, পৃষ্টপোষক এবং জনসমাজের বিশিষ্টজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।
১৩ এপ্রিল বৃহস্পতিবার জ্যামাইকা হিলসাইডের খলিল বিরিয়ানীর পার্টি হলে আয়োজিত ইফতার ও আলাপে সবাইকে আহ্বান জানান প্রথম আলোর চীফ রিপোর্টার এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনজুরুল হক।তিনি অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেন। অতিথিদের মধ্যে ছিলেন প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক মাহমুদ খান তাসের, ঢাকা সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী, লেখক গবেষক এডভোকেট শেখ আখতার উল ইসলাম, লেখক রহমান মাহবুব, এসকে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ খায়রুল, সিটি রিলেটেড মার্কেটিং বিষয়ক পরামর্শক মোহাম্মদ আলম, সানমান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন, রতন শরীফ প্রমুখ।
প্রথম আলো উত্তর আমেরিকার স্বভাবসুলভ ব্যতিক্রমী অনুষ্ঠানে সম্পাদক ইব্রহীম চৌধুরী আমন্ত্রিত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আলাপে যুক্ত হওয়ার আহ্বান জানান। সদ্য প্রয়াত কবি আবদুস শহীদ ও ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাতে আছি, সাথে আছি শ্লোগানের সাথে একাত্মতা পোষণ করে একে একে সবাই আলাপে যোগ দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকাটির সাহিত্য সম্পাদক এইচ বি রিতা,লেখিকা রওশন হক,শেলী জামান খান,সোহানা নাজনীন, ফরিদা ইয়াসমীন, রুদ্র মাসুদ, শিল্পী আলেয়া ফেরদৌসী, ভায়লা সালিনা, মাহমুদুল চৌধুরী, দেওয়ান সাংবাদিক শেখ শফিকুর রহমান, রওশন জাহান, আইরিন রহমান, কমিউনিটি এক্টিভিট রীনা শাহা, কবি দেওয়ান নাসের রাজা, কান্তা কবির,সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া, শাহানা বেগম, মোহাম্মদ শরিফুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে প্রয়াত কবি আবদুস শহীদের সন্তানদের উপস্থিতিত ছিল আবেগের। তাঁর সন্তানদের মধ্যে ছেলে তানীম শহীদ পরিবারের পক্ষ থেকে প্রথম আলো উত্তর আমেরিকাকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অবসর জীবনে আমার বাবাকে আপনারা একটা পরিচয়ের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। মরহুম আবদুস শহীদ প্রথম আলো উত্তর আমেরিকার কোলাহলে সবসময় সক্রিয় থেকে আনন্দ পেতেন বলে তাঁর ছেলে স্মরণ সভায় উল্লেখ করেন।
ইফতারের পুর্বে মুনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা কাজী কাইয়ুম।
প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান তাঁর বক্তৃতায় বলেছেন, প্রথম আলো উত্তর আমেরিকা দেশের বাইরে সংবাদ পত্র হিসেবে ব্যতিক্রমী সব কাজ করেছে। এ পত্রিকার সাথে নানাভাবে তাঁর সম্পৃক্ততা আনন্দের বলে তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।