রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল
নিউইয়র্কে নতুন প্রজন্মের অংশগ্রহণে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসীর ইফতার ও দোয়া মাহফিল। ৭ এপ্রিল জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত এ ইফতার মাহফিলে স্বপরিবারে রাজবাড়ীবাসী ছাড়াও যোগ দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা ওসমান গনি ও সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন নতুন প্রজন্মের রিদওয়ানুল ইসলাম। রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রফিকুল ইসলাম ও আতিক। মোহাম্মদ রনজুরুল হক শামীমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইফতারসহ ডিনারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।