https://www.bartomansylhet.com/

3799

international

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৩ ১২:১৮

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করায় পর্নো তারকা স্টর্মিকেই গুনতে হচ্ছে জরিমানা

Screenshot 2023-04-05 4.28.55 PMসাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকেই এবার গুনতে হচ্ছে জরিমানা। সাবেক এই পর্নো তারকাকে ১ লাখ ২২ হাজার ডলারের বেশি অর্থ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।    ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় মানহানির মামলায় আইনজীবী বাবদ যে খরচ হয়েছে, তা মেটাতেই ড্যানিয়েলসকে এই জরিমানা গুনতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালত মঙ্গলবার ড্যানিয়েলসের বিরুদ্ধে রায় দেন। নিউইয়র্কে ট্রাম্পকে গ্রেপ্তার ও মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।   ট্রাম্পের বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড, যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। সাবেক এই পর্নো তারকার অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এ নিয়ে স্টর্মি ডানিয়েলস ক্ষতিপূরণ মামলা দায়ের করেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে। তাঁর সে মামলাটিতে তিনি হেরে যান।   এ সংক্রান্ত পৃথক মামলাটি হয়েছে অপরাধ আইনে। ৪ এপ্রিল মঙ্গলবার এই মামলায় প্রথমবার আদালতে হাজিরা দিতে গেলে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। জামিনে মুক্তি পেয়ে ট্রাম্প আবারও বলছেন , একজন সাবেক প্রেসিডেন্টকে এমন ভুয়া মামলায় অভিযুক্ত করা হবে তা তিনি ভাবতেই পারছেন না। নিউইয়র্কের আদালতে এ মামলাটি শোনানির জন্য আসছে ডিসেম্বরে তারিখ দেয়া হয়েছে।  

স্টর্মি ড্যানিয়েলের মামলায় জরিমানা হিসেবে ট্রাম্পকে প্রায় ৩ লাখ ডলার ট্রাম্পকে দেয়ার জন্য আদেশ দিয়েছিলেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছিলেন স্টর্মি ড্যানিয়েল। অপরাধ আইনে মামলা চলমান থাকলেও সিভিল আইনে করা মামলার বাদীকে জরিমানা পরিশোধের এ রায় একই দিনে দিয়েছে ভিন্ন রাজ্যের একটি আদালত।