বিশ্বের ধনী দেশ আমেরিকা ! খাবারের জন্য লাইন বুকিং !
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। জীবনযাত্রার ব্যয় বাড়ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। নাভিশ্বাস উঠেছে জনজীবনে। পরিবারের ব্যয় সামালে সহায়তা দিতে সরকার বাড়িয়েছ ফুড স্ট্যাম্পে অর্থের পরিমাণ। তাতেও যেনো পরিবারের মাসিক ব্যায় নির্বাহের বাজেটের লাগাম টানা দুরূহ।
আর তাই নাগরিকদের সহায়তায় প্রতিটি এলাকায় রয়েছে ফুড ব্যাংক। কোন কোন এলাকায় একাধিক ফুড ব্যাংক থেকে দেয়া হয় খাদ্য সহায়তা।
সকাল ১০টা থেকে খাবার দিলেও অনেকেই লাইনে দাঁড়াতে সংকোচ বোধ করেন। আবার সকালে লাইন এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাই রাতের আঁধারের নিজের সপিং কার্ট অথবা ব্যাগটাকে গ্রীলের সাথে বেঁধে চলে যান অনেকেই।
দিনের খাবারের লাইনের জন্য রাতেই লাইন বুকড্ দেয়ার এই চিত্র প্রতিটি নিউইয়র্ক সিটির ফুড ব্যাংকগুলোর স্বাভাবিক চিত্র।
৩১ মার্চ বৃহস্পতিবার রাতের এই ছবি নিউইয়র্কের ওজনপার্ক ১০১ এভিনিউ ও ৮৬ স্ট্রিটের মোড়ে অবস্থিত চার্চের ফুড ব্যাংকের সামনে থেকে তোলা।