https://www.bartomansylhet.com/

3789

international

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৩ ০৯:৫৬

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

আরেকজন মার্কিন প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছিলেন

সাবেক-মার্কিন-প্রেসিডেন্ট-ডোনাল্ড-ট্রাম্পডোনাল্ড ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি অপরাধ আইনে গ্রেফতার হলেন। এর আগে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টও গ্রেফতার হয়েছিলেন। ১৮৭২ সালে তখনকার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউলিসেস এস গ্রান্ট গ্রেফতার হয়েছিল। ওয়াশিংটন ডিসির সড়কপথে নির্ধারিত গতির বাইরে ঘোড়া চালানোর জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল।   প্রথম দিন দ্রুত বেগে ঘোড়া চালানোর সময় তখনকার প্রেসিডেন্টকে থামিয়েছিলেন উইলিয়াম উয়েস্ট নামের একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা। বলেছিলেন, মিঃ প্রেসিডেন্ট আপনি দ্রুত ঘোড়া চালাচ্ছেন। পরদিন প্রেসিডেন্ট ইউলিস একই গতিবেগে ঘোড়া চালিয়ে যাওয়ার সময় থামিয়েছিলেন পুলিশ অফিসার উইলিয়াম উয়েস্ট। দুঃখ প্রকাশ করে আইন লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করেছিলেন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। প্রেসিডেন্ট উইলিসেস ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছিলেন পুলিশ অফিসারের কাছে।   গ্রান্ট বলেছিলেন, আমি জানি আমি দ্রুত গতিতে ছিলাম। আমাকে গ্রেফতার করা উচিত। এটা নিয়ে খারাপ ভাববেন না। উইলিসেস গ্রান্ট ১৮৬৯ থেকে ১৮৭৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। যদিও প্রেসিডেন্ট   গ্রান্ট তাঁর বিচারের জন্য আদালতে উপস্থিত হননি। তাঁর ২০ ডলারের বন্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। অফিসার ওয়েস্ট কয়েক দশক ধরে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিষয়টি গোপন রেখেছিলেন। শেষ পর্যন্ত ১৯০৮  সালে ওয়াশিংটনের একটি সংবাদপত্রকে তিনি গল্পটি বলেছিলেন।