https://www.bartomansylhet.com/

3784

international

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৩ ০২:০০

আপডেট

৩০ নভেম্বর -০০০১ ০০:০০

সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশনের ইফতার ও স্বাধীনতা দিবস পালন

6c5tp5qsসিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৩ এপ্রিল  সোমবার কুইন্সের জয়া হলে ইফতার , দোয়া মাহফিল ও মহান স্বাধীনতার জন্য জীবন দেয়া শহীদদের স্মরণ করা হয়।   এম সি ও সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। কোষাধক্ষ মোঃ আকমল হোসেন খাঁন পবিত্র  কোরআন থেকে তেলাওয়াত করেন এবং দোয়া পরিচালনা করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সফিক উদ্দিন চৌধুরী।    মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। কলেজের সাবেক শিক্ষার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মিশফাক আহমেদ মিশু এবং সকল অসুস্থ ব্যক্তিদের সুস্ততা চেয়ে বিশেষ দোয়া করা হয়।  

বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চোধুরী এবং শেখ আখতার উল ইসলাম তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা নিয়ে কথা বলেন। তাছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী। আগামীতে সংগঠনের কার্যক্রমে সকলের ব্যাপক অংশগ্রহন কামনা করে সভাপতি সফিক উদ্দীন চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।