বাজারে এলো রাইভাল স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ জগতে এক নতুন নাম রাইভাল। দীর্ঘ দিন যাবত হাতে গোনা কয়েকটি কোম্পানি তাদের ইচ্ছেমাফিক স্মার্টওয়াচের দাম নির্ধারণ করত। কিন্তু এখন একটি প্রযুক্তিগত স্টার্টআপ এ শিল্পের মাথা ঘুরিয়ে দিচ্ছে। এই স্মার্টওয়াচে রয়েছে স্বাস্থ্যবিধি জানার বিভিন্ন অবিশ্বাস্য সুবিধা। রাইভাল স্মার্টওয়াচ হচ্ছে একটি ফিটনেস ব্যান্ড, রয়েছে ডিজিটাল ঘড়ি, স্বাস্থ্য মনিটর এবং এতে একটি হ্যান্ডসফ্রি হেডসেটের সুবিধা। এ ঘড়ি আপনার স্বাস্থ্যের ১১টি প্যারামিটার ট্র্যাক করবে, ২৪ ঘণ্টা আপনার হার্ট ও ঘুম মনিটর করবে, ক্যালরি বার্ন ও আপনি কতটুকু হাঁটলেন তা পরিমাপ করবে। এতে আছে মেসেজ ও কল নোটিফিকেশন, পরিমাপ করবে শরীরে ব্লাড প্রেশার, হার্ট বিট, অক্সিজেন লেভেল।জানাবে সর্বশেষ আবহাওয়া সংবাদ। এছাড়া আছে এলার্ম, স্টপ ওয়াচ, ৮টি স্পোর্টস মডেল, গান শুনতে আওয়াজ বাড়ানো-কমানোর সুবিধা আছে। ঘড়ি দিয়ে ছবি তুলতে পারবেন। ওজনে হালকা, টেকসই ও পানিতে পড়লেও কোন ক্ষতি হবে না। পূর্বনির্ধারিত আপনার দিনের কার্যসূচি জানাবে।কারও কারও মতে, রাইভাল স্মার্টওয়াচ হবে এই প্রজন্মের জনপ্রিয় হাতঘড়ি। ২০২৩ সালে সর্বাধিক বিক্রিত ঘড়ি হবে রাইভাল স্মার্টওয়াচ। এর ডিসপ্লে হচ্ছে ১.৩ ইঞ্চি এবং রঙিন, সহজে পঠনযোগ্য ও স্পর্শের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। এটা আইফোন ও অ্যানড্রয়েড ফোন সমর্থন করে। বাজারে প্রচলিত স্মার্টওয়াচের দাম প্রায় ৫০০ ডলার। কোনটি আরও বেশি। কিন্তু রাইভাল স্মার্টওয়াচের দাম এখন মাত্র ৮৯ ডলার। প্রচারের জন্য এই মূল্য একটা নির্দিষ্ট সময়ের জন্য। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এত অল্প দামে কিভাবে তারা ঘড়িটি বিক্রি করছে।
কোম্পানিটি শুধু অনলাইনে ঘড়ি বিক্রি করে থাকে, তাদের কোন বিজ্ঞাপন খরচ নেই। দোকান ভাড়া নেই। মধ্যস্বত্বভোগী নেই। বিশাল ব্যবস্থাপনা খরচ নেই। রয়েছে ৯০ দিনের মধ্যে টাকা ফেরতের গ্যারান্টি।