Abolish Digital Security Act - Stop harassing Journalist in Bangladesh and release Samsuzzaman Shams
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জমানের মুক্তি ও সম্পাদক মতিউ রহমানের নামে মামলার নিঃশর্ত প্রত্যাহারের দাবীতে নিউইয়র্কে সমাবেশ হয়েছে। ১ এপ্রিল শনিবার দক্ষিণ এশীয়দের টাইমস্কোয়ার নামে পরিচিত ডাইভার্সিটি প্লাজায় লেখক , সাংবাদিক ও সুধী সমাজ আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার দাবী জানানো হয়। বক্তারা বলেছেন, একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক গ্রেফতার এবং সম্পাদকের নামে হয়রানীমুলক মামলা করার মধ্য দিয়ে মুক্তবিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তী মাররাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। যে মুহূর্তে তিলে তিলে বাংলাদেশের অগ্রযাত্রার কথা বিশ্বের মানুষ জানতে শুরু করেছে ঠিক সে মুহূর্তে এমন আত্মঘাতী কাজ দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে বলে বক্তারা বলেন। তাঁরা বলেছেন, এ কাজে সরকারকে যারা ইন্দন দিয়েছে , যারা মদদ দিচ্ছে তারাও সমানভাবে আজ মুক্তবিশ্বের কাছে দায়ী। সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দিয়েছেন প্রগ্রেসিভ ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার উল ইসলাম, জনসংগঠক জামান তপন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, নাগরিক সংগঠক ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সাংবাদিক হায়দার আকবর কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, সাংবাদিক আবিদ রহমান, লেখক সাংবাদিক রহমান মাহবুব, লেখক সাংবাদিক মনিজা রহমান, লেখক সাংবাদিক রওশন হক, কবি জেবুন্নেছা জোৎস্না, লেখক সাংবাদিক আফরোজা ইসলাম, কলামিস্ট এবং নাগরিক সংগঠক মফিজুল হুসেইন নিজাম, প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের লেখক মাহমুদুল চৌধুরী, সাংবাদিক রুদ্র মাসুদ, নাগরিক সংগঠক ফকু চৌধুরী প্রমুখ।