বঙ্গবন্ধুর জন্মদিনে ইতালি আ.লীগের আলোচনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বক্তারা বলেন "তাঁর জন্ম হয়েছিল বলেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। আরও বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, মাহবুব প্রধান, এনায়েত করিম। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রব ফকির, আব্দুর রব ফকির, হাজী মো. জসিমউদ্দিন, শাহ আলম, আফতাব বেপারি। পরেসাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশ থেকে আসা শিল্পী লেলিন, রোমের রত্না বসাক ও মাসুদ রানা গান পরিবেশন করেন।